Header Ads

Amavasya 2024: শ্রাবণ অমাবস্যা কবে, রবি পুষ্য যোগে পুজোর নিয়ম

Hariyali Amavasya 2024: ৪ অগস্ট পালিত হবে শ্রাবণ অমাবস্যা। এর অপর নাম হরিয়ালী অমাবস্যা। এই তিথিতে শিব-পার্বতীর পুজো করলে সুফল পাওয়া যায়। কী ভাবে পুজো করবেন, পাশাপাশি সুখ-সমৃদ্ধির জন্য আর কোন কাজ করবেন, জেনে নিন।
Hariyali Amavasya 2024

Shravan Amavasya 2024: সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়। প্রতি মাসের কৃষ্ণপক্ষের পঞ্চদশ দিনটি অমাবস্যা হিসেবে পালিত হয়। শীঘ্রই পালিত হবে শ্রাবণ মাসের অমাবস্যা। এটি হরিয়ালী অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যা তিথিতে মহাদেব ও পার্বতীর পূজার্চনা করা হয়। পাশাপাশি সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য ব্রতপালন, দান-পুণ্য করা হয়। শাস্ত্র মতে হরিয়ালী অমাবস্যায় বৃক্ষরোপণ করা শুভ। এ বছর কবে শ্রাবণ বা হরিয়ালী অমাবস্যা, কী এর মাহাত্ম্য, সে সবই এখানে জেনে নেওয়া যাক।

শ্রাবণ অমাবস্যা কবে?


পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ অমাবস্যা তিথি শুরু হবে ৩ অগস্ট দুপুর ৩টে ৫০ মিনিটে এবং শেষ হবে ৪ অগস্ট দুপুর ৪টে ৪২ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ৪ অগস্ট হরিয়ালী অমাবস্যা পালিত হবে। এ দিন অভিজীত মুহূর্ত থাকবে দুপুর ১২টা থেকে ১২টা ৫৪ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল থাকবে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত।

শ্রাবণ অমাবস্যায় শুভযোগ:


পঞ্জিকা অনুযায়ী এ বারের শ্রাবণ অমাবস্যায় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এই তিথিতে সূর্যোদয় থেকে দুপুর ১টা ২৬ মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র থাকবে। রবিবার পুষ্য নক্ষত্র থাকায় রবি পুষ্য যোগ তৈরি হবে। এর পাশাপাশি সকাল ১০টা ৩৮ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে। এরই সঙ্গে সকাল ৬টা ২ মিনিট থেকে ১টা ২৬ মিনিট পর্যন্ত সর্বার্থসিদ্ধি যোগ থাকছে।

শ্রাবণ অমাবস্যার পুজো:


এই অমাবস্যায় স্নান-দানের পাশাপাশি শিব এবং বিষ্ণুর পুজো করলে বিশেষ সুফল পাওয়া যায়। শ্রাবণ অমাবস্যায় শিব ও পার্বতীর নিয়ম মেনে পুজো করলে শুভ ফল পাওয়া যায়। এই তিথিতে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, দই, বেলপাতা, ধুতরো, শমী পাতা, আকন্দ ফুল, ভস্ম, কনেরের ফুল নিবেদন করা উচিত। মরশুমী ফল নিবেদন করুন। এর পর ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে শিব চালিসা পাঠ করুন। অবশেষের নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে প্রসাদ বিতরণ করুন। এই তিথিত রুদ্রাভিষেক ও বজরংবলীর পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়।


শ্রাবণ অমাবস্যায় গাছ লাগান:


হরিয়ালী অমাবস্যায় বৃক্ষরোপণ করলে বহুগুণ অধিক শুভ ফল পাওয়া যায়। তাই এই তিথিতে শমী, আম, অশ্বত্থ, বট, নীম ইত্যাদি গাছ লাগাতে পারেন।

অবশ্যই করুন এই কাজ:


শ্রাবণ অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের পুজো করাকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছে দেবতাদের বাস। শ্রাবণ অমাবস্যায় অশ্বত্থ গাছের পুজো ও জল নিবেদন করলে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়, পাশাপাশি দেবী-দেবতাও প্রসন্ন হন।

No comments

Powered by Blogger.